কবিতায় লিখে দেবো এমন এক একটা বুলি
যেখানে সব শব্দরা যেন দুরন্ত গুলি;
জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেবো, উড়িয়ে দেব মাথার খুলি
আমি এভাবেই কথা বলি
আমি এভাবেই পথে চলি,
আমি এভাবেই শিখি
আমি এভাবেই লিখি,
অন্যায়কে করবো না মাফ
পাপের নর্দমা ধুয়ে মুছে করব সাফ,
প্রতিবাদ হবে আকাশে বাতাসে
প্রতিবাদ হবে গাছের পাতায়
প্রতিবাদ হবে কবিতার খাতায়
শব্দ কখনো জব্দ হলেও আন্দোলন গড়বো নীরব ভাবনায়।
স্তব্ধ রক্তক্ষরণ হয়ে উঠবে বিস্ফোরণ
থেমে থাকা আক্রোশ জন্ম দেয় মার মুখি আক্রমণ
যা দেখছি, যা লিখছি,
এ সবই যেন প্রকাশ্য নরবলি
আছে আমারও মতবাদ, করবো প্রতিবাদ
আমার সব শব্দটা যেন দুরন্ত, ফুটন্ত, ছুটন্ত গুলি
কবিতায় লিখে দেবো এমনই সব বুলি।