ও……দাদু গো…
ও..গো দিদিমা…
ভুল যদি কিছু বলে থাকি করে দিও ক্ষমা,
ও..গো দাদু……
দেশ জুড়ে তুমি দেখাও শুধু জাদু…………..
ও..গো দিদিমা…..
তোমার রাজ্যে ফাটছে কেবল বোমা….
ভুল যদি কিছু বলে থাকি করে দিও ক্ষমা,
হচ্ছে সদা লুটতরাজ
ঘুরছে; ছুটছে; লুটছে দেখো প্রকাশ্যে ঐ বন্দুকবাজ
রাজার আসনে বসে বসে তবে এ কেমন তোমার রাজ্য রাজ ?
ও..গো দাদু……….
তোমার জাদুর গুণাবলীও যাবে না যে মাপা
দেশে তোমার নাগরিকগণ পড়ছে সবাই রেলে চাপা
পেট্রোল ও গ্যাসের দামে ভুগছে মানুষ
তুমিতো করছো বিশ্ব ভ্রমণ নেই যে তোমার তাতে হুশ
এগিয়ে ভারত, টাকার আড়ত, লুটছো দিনে দিনে
এগিয়ে ভারত;টাকার আড়ত লুটছো দিনে দিনে
ভেবে দেখেছো কি একবারও তুমি ?
ঘাম ঝরানো কত মানুষের অভিশাপ পাচ্ছ ক্ষণে ক্ষণ ?
দেখে তোমার কীর্তি মনের ভিতর হয়েছিল ফুর্তি
এখন দেখি একি …?
সবই ছিল তোমার মস্ত বড় ধাপ্পা…….
ওগো দাদু
দেখিয়ে গেলে শুধুই জাদু
তোমারও গুণের মহিমা যাবেনা দেয়া চাপা।
ও ….গো দিদিমা…. ?
রাজ্যের লোক থাকবে কিভাবে সুখে ?
ঐ দেখো কেমন গুলি বন্দুক লাঠির ঘায়ে মরছে দিকে দিকে
ভোটের দিনে প্রাণহাতে দিচ্ছে সবাই ভোট
চোখ রাঙানিতে খেলছে সবাই; বাধছে নোটের জোট
আবার কোথাও চলছে লাগাতার খুন; ধর্ষণ; রাহাজানি
এটাই কি তোমাদের বিশ্বসেরা ঐতিহাসিক সেই বঙ্গ জননী ?
ও মা……
ওগো আমার দিদিমা
ভুল কিছু বলে থাকলে করে দিও ক্ষমা
জবাব দিয়ে যাও মাগো আমার সময় বড়ই খারাপ
জবাবের সাথেই প্রশ্ন উত্তর; তারা করবে না মাফ।