ঘাম ঝরছে
লোক মরছে
ওরা করছে তবু খিল্লি
উঠুন সবাই
চলুন দেখি যাই, দিল্লি।
ঘামের দাম নিয়েই ছাড়বো
মারছে যারা তাদের ধরবো
শ্রমিক বুঝি মানুষ নয়
কেন তবে? কেন তবে? করবো ভয়?
চলুন চলুন ভাই
কোমরে গামছা বেঁধে দিল্লিতেই যাই।
রাজপথে ঐ রাজার কোষে
লোক গুলো সব মারলো পিষে
মশাল জ্বালো, মশাল জ্বালো, মশাল জ্বালো ভাই
প্রতিবাদ আর আন্দোলনের সূত্র ধরে মোরা রাজধানীতেই যাই।
সংশয় তো আছে জানি
দেশ; সমাজ; মানবের তরে স্বার্থ ত্যাগ করতে হবে একটুখানি
হে ভারতবাসী, যদি তুমি না পারো তা
এভাবেই রাজার কবলে পড়ে মরতে হবে যথা তথা
মগজ খাটিয়ে ভাবো সবাই
আমাদের কি কথা বলার কোন অধিকার নাই?
দেশের মানুষ তুমিও; দেশের মানুষ সেও
মুক্ত কন্ঠে বুলি ছাড়ো;
দেশের মাটিতেই আছো তুমি; কেন ভয় পাও?
দেশের সম্মান; দেশের অধিকার
সবই আমার; সবই তোমার
নাগরিক দায়বদ্ধতা কাঁধে নিয়ে ছাড়ো প্রতিবাদের হুংকার।