ঘামের দাম নেই কে বলেছে কে বলেছে ?
তোরা ব্যাটা সব চোর;
পাবলিক তা জেনে ফেলেছে; জেনে ফেলেছে……
ঘামের আড়ালে তোদের লজ্জা কাঁদে
ঘাম ঝরানো পাবলিক আজ পড়ছে ফাঁদে
আমার দিকে আঙ্গুল তুললে আঙ্গুল খানি ভেঙ্গে দেব
সোজা পথে হেঁটে যা, নইলে মান ইজ্জত সব কেড়ে নেব
শিক্ষা; সংস্কৃতি সব দিয়েছিস চুলোয়, প্রজন্মকে বানিয়েছিস ভিখারী
আর কি চাস? দেশটাকে নিয়েতো এতদিন করলি যে ইয়ার্কি?
রাজ্যের মানুষেরও নেই যে নিস্তার
রাজ্যের রাজার প্রকাশ্য কুকর্মের বিস্তার
দিয়েছে জন্ম প্রতি জনে হাহাকার;
কি করবো এখন আমরা বসে?
ভাগ্যের তারা গুলো সব গেছে খসে
বেইমান সব জুয়ার মালিক, তোরা চালাবি দেশ?
রাজ্য বা দেশ যাই বল, সবকিছুকেই তোরা করবি শেষ।
বুঝেছি আমি তামাশা তোদের
মসনদের ঐ গদি চাই, গদি চাই
ওখানে বসেই গোছাবি আখের
শেষ খেলা বুঝি খেলছিস এখন
আসছে; আসছে; তোর মরণ
এটাতো কর্মফল তোর মনে মনে করিস স্মরণ।