বহুদিন পর——-
এক সমাজবিরোধীর সাথে হাত মেলালাম
হাত মিলাতে চাইনি আমি, তবুও হাত মেলালাম;
আসলে সমাজবিরোধী ও একা নয়
ওর সাথে ছিল —–
আরো অনেকে; তাদের সাথে হলো না ওর সমন্বয়,
বিস্তারিত শুনলাম; জানলাম; বুঝলাম;
অতঃপর বিবেকের দ্বারস্থ হলাম
পুনরায় ফিরে গিয়ে —-
ঐ সমাজবিরোধীর হাতে হাত মিলালাম,
ও এত বড় সমাজ বিরোধী হতে চায়নি আদতে
সেই এক জোটে এক ভোটে—-
দুষ্ট চক্রের পাল্লায় পড়ে মিশেছিল ও সমাজবিরোধীর সংযোগে,
ওরা সবাই তো একই সাথে ছিল
তবে কেন আজ —-
সমন্বয় হারিয়ে ওরা আলাদা আলাদা হলো?
পরবর্তীতে অংক পরিষ্কার হলো;
খাওয়া খাওয়ির —-
অংক মেলেনি বলে ওদের মধ্যে দ্বন্দ্ব বাধলো,
আসলে ওদেরকে কি সমাজবিরোধী বলা যায়?
সমাজে তো এটাই চলছে আজকাল
খাওয়া খাওইতে হচ্ছে সব বানচাল,
সব সমাজবিরোধীই কি সত্যিকারের সমাজবিরোধী?
সব সাধুরাই কি সত্যিকারের সাধু?
আসলে এদের —–
সকলের মধ্যে রাক্ষসী স্বভাব বিচলিত শুধু;
তাই এরা সমাজে থেকেও সমাজ বিরোধী
এরা সাধুর মতো থেকেও অসাধু,
চক্রান্তের মিশ্রণে সব মিলেমিশে একাকার
বিভ্রান্তির শিকার হয়েও সচেতন মানুষও নির্বিকার।