চারিদিকে শুধু চোর ডাকাতের খেলা
এই খেলা দেখেই কাটছে দুবেলা
এই খেলা দেখতে দেখতেই
চোখ কান মাথা করে ঝালাপালা,
খেলায় মেতেছে সাধু ও অসাধুর বংশ
ওরে তোরা ধুয়ে মুছে হবি সাফ; হবি নির্বংশ
আমার এই কথায় জানি তোদের হয়না মাথা ব্যথা
এও জানি………………….
তোরা তোদেরই মত ধ্বংস কার্যে থাকবি লিপ্ত যথা তথা,
আক্কেল দাঁত উঠবে না তোদের
হবে না তোদের বিবেক বুদ্ধি
এতকিছু হচ্ছে বদল
হয়নি তোদের আজও পরিবর্তন
আসেনি তোদের বুদ্ধি শুদ্ধি,
নির্বোধেরা নির্বোধ হলেও আছে চক্ষু খানি
তোর তো দেখি কিছুই নেই, আছে শুধুই টাকার খনি
ওরে ফিরে আয় পাগল…. ফিরে আয়…..
সৎ উপায়ে করে খা.. খেটে খুটে কর পয়সা আয়
চোরেদের সাথে যদি মিলে থাকিস সারাক্ষণ
সৎ থাকতে পারাটা যে মুশকিল
ঐ চোরেরাই তোকে করবে জ্বালাতন
চারিদিকে কেবলই চরীদের ভিড়
ভয়ে কাটাই দিনরাত ভয়ে কাঁপে শির,
আর ভাল্লাগেনা বাবা এই চোর চোর স্লোগান দুবেলা
সকাল; দুপুর; রোজ সন্ধ্যা দেখি আর শুনি চোরেদেরই খেলা
এখন চুরি করাটাই স্বাভাবিক ব্যাপার
চুরি করতে না পারলেই সে এখন সমাজের ওপার
চুপ কর; চুপ কর; চুপ কর…….
ভাল্লাগেনা এসব শুনতে আর,তোমরা চুপ কর এবার।