আমি বলি ভালো আছি, বিন্দাস আছি, এটা সহজাত, যা কোন অভ্যাসে তৈরী হয় নি। কেউ জানতে চাইলে হেসে বলি ভালো আছি, দিব্যি আছি!
আমার আমি কে খুঁজে পাই ভোরের সবুজ নরম ঘাসে। আষাঢ়,শ্রাবনের মেঘ ভাঙা নোনা জলে। আকাশ পানে চাই, দেখি নীল রঙের নির্জন সমারোহ! আকুলতায় দু হাত বাড়িয়ে বলি এই তো আছি! ভালো আছি।
চোখ মুখ এমন কেন তবে?
হেসে বলি খুব ক্লান্ত লাগছি..
কাঁদতে হয় কেমন করে জানিনা। শুধু চোখ ছলছল! তবুও হাসি, সবেতেই হাসি।
শুধু হাসতে জানি। এটাও সহজাত,অভ্যাসে নয়।
কোন কিছু লুকোতে শিখিনি, আর শিখতেও চাই
না। শিখতেই পারো!
সুখেও কেঁদে ওঠে মন, কাউকে ভালোবাসার সুখে, কাউকে আপনার ভেবে সুখ।
সময় বয়ে গেলে জানবে অসুখ!
দুঃখের মাঝে শিউলি ঝরা ভোরে শিশির ফোটায় সুখ খুঁজি!
ক্ষতি কি তাতে? তার চেয়ে এই ভালো…
সবাই জানবে আনমনা এক মেঘের দেশের মেয়ে,
ডানা মেলে উড়ে যায় বহুদূরে। সেই মেয়েটা, যে শুধু হাসতে জানে, আর বলে,ভালো যে আমায় থাকতেই হবে। এই বেশ ভালো আছি।