তুই দূরত্ব চাইছিস!খাঁচার পাখির মতো
না ডানা ঝাপটে আমাকে বলতে পারতিস!
এর জন্য এত অভিনয়, এত মিথ্যার আশ্রয়,
কিছুই দরকার ছিল না।
আমি এমনিই সব বাঁধন আলগা করে দিতাম।
জোর করে কাউকে ধরে রাখা যায় না
সেটা আমি জানি।
তাই তো তোর চলার পথ আলোকিত করতে
প্রদীপটা জ্বালিয়ে দিলাম।
প্রদীপের অন্ধকার দিকটা আমার জন্য রাখলাম।