চাওয়া পাওয়ার মাঝে একটা
রেখা গেছে বয়ে।
তোমার হৃদয় ঝরানো কিছু ফুল
সৌরভ যার বাতাস বহে না
অথচ ভ্রমর মানেনা নিষেধ মানা ।
চলন্ত জীবনের রসিকতার ভাঁজে
পাওয়া হয়ে গেছে বহু কিছু
কখনো ভাবা হয়নি;
চাওয়া হয়েছে বহুবার
কখনো পাওয়া হয়নি ।
কখনো দেখা নয়, চেনা হয়ে গেছে
জীবনের সুরে সুরে কিছু কথা
গান হয়ে ভাসে, কাছে আসে
ভালোলাগার মাঝে কত ছবি
কখনো অসহ্য হয়ে উঠে ।
ভালোবেসে তাই কখনো বোঝা হয়নি চাওয়ার দিগন্তের লাল রঙ পাওয়ার দ্বারে পৌঁছতে পারবে কিনা ভালোবাসার সুরের মালা সুতো ছাড়াই গাঁথা হয়েছিল বোঝা হয়নি ছিড়ে যাবে তাই চাওয়া পাওয়ার মাঝে একটা রেখা গেছে বয়ে।
চেয়েছি কি, পেয়েছি কি
হিসেবের খাতায় ধার হয়ে যাবে
তোমার জীবনের চাওয়ার ভালো
কথাগুলো পাওয়ার ঠিকানা
খোঁজে ফেরে বারে বারে—
তবু পাওয়া হয়না ।
চাওয়া পাওয়ার মাঝে
যে রেখাটি ছিল বন্ধনে
তাও আজ সরে গেছে
তাই ভাবি চাওয়ার দূরত্ব না মেপে এপার থেকে ওপার
বড় ভুল করে ফেলেছি।
চেয়েছিলে যা তুমি
পারিনি দিতে, কতটুকু দিয়েছি
হিসেব রাখিনি ।
মোর পাওয়া হয়ে গেছে বহুকিছু
কখনো চাওয়া হয়নি।
তাই দুটি হৃদয়ের চাওয়া পাওয়ার সীমানা
মাঝখানে আষাঢ়ের ভরা নদী ।