আমি ভাল না
একটু ও না
তবুও খুব সকালে
গোপন চুপ
নিরব আগুন আঁকি
এক গ্রাম যন্ত্রণা ছুপিয়ে
মেঘেঢাকা হৃদয় কে
সিগ্ধ গান দিয়ে ধুয়ে ফেলে
পুরাতন অবেলা
ব্লাউজে আটকানো
রবীন্দ্র কলম
ডাইরি লেখা শরীর গড়িয়ে দেয়
গানের আকাশে আকাশে
আমি ভাল না
একটু ও না
তবুও খুব সকালে
গোপন চুপ
নিরব আগুন আঁকি
এক গ্রাম যন্ত্রণা ছুপিয়ে
মেঘেঢাকা হৃদয় কে
সিগ্ধ গান দিয়ে ধুয়ে ফেলে
পুরাতন অবেলা
ব্লাউজে আটকানো
রবীন্দ্র কলম
ডাইরি লেখা শরীর গড়িয়ে দেয়
গানের আকাশে আকাশে