ঘাড় দুলিয়ে নামছে ঝিঁঙে ফলের আলো
পথেরা আঁকছে বিশ্রাম
আসলে বিশ্রাম বোধের অন্য নাম
ক্রমশ ফুরিয়ে আসছে আয়ুর কাঠ কয়লা
আড়ালে গড়ে উঠছে গভীর নিরবতা
আসলে
আমি,তুমি সকলেই জরা ব্যধি এবং মৃত্যুর একই ট্রনের যাত্রী
দেহ কেবলই কৃষিকথা
হৃদয় উৎকৃষ্ঠ মাটি
যেমন
চোখের গহনা কাজল
শরীরের গহনা আায়ু
দেহ তেমন মননের বীজধান
সয়য়ের নিয়মেই প্রসিদ্ধ ভাঙ্গন লীলা
থেকে যাবে চিতার অবশিষ্ট আগুনে
গঙ্গা যাত্রার অস্থি
তারপর
ঘাম আর অশ্রুর মহা মিলন নদী এক