হেমন্তিকার ঢেউ লেগেছে
ধরার কোণে কোণে,
মিঠেল রোদের মিঠাস আলোয়
প্রকৃতি স্বপ্ন বোনে।
সোনার ধানে মাঠ ভরেছে
চাষি সুখে হাসে,
নবান্নের পরব সময়
ভরবে গোলা রাশে।
খেজুর গুঁড়ের পিঠে পায়েস
প্রতি ঘরে ঘরে,
ইচ্ছেমত খাবে সবাই
কত আমোদ করে।
হেমন্তিকার ঢেউ লেগেছে
ধরার কোণে কোণে,
মিঠেল রোদের মিঠাস আলোয়
প্রকৃতি স্বপ্ন বোনে।
সোনার ধানে মাঠ ভরেছে
চাষি সুখে হাসে,
নবান্নের পরব সময়
ভরবে গোলা রাশে।
খেজুর গুঁড়ের পিঠে পায়েস
প্রতি ঘরে ঘরে,
ইচ্ছেমত খাবে সবাই
কত আমোদ করে।