আষাঢ় গগনে কাজল মেঘে
নামলো বৃষ্টি ভুবন জুড়ে,
টাপুর টুপুর জলের নূপুর
বাজছে মধুর সুরে।
মেঘলা আকাশ ভেজা বাতাস
মল্লার বাজে মেঘ বীণে,
পুলকিত কিষাণ, আনন্দে মাতাল
করছে চাষ ভিজে বৃষ্টি দিনে।
আষাঢ় গগনে কাজল মেঘে
নামলো বৃষ্টি ভুবন জুড়ে,
টাপুর টুপুর জলের নূপুর
বাজছে মধুর সুরে।
মেঘলা আকাশ ভেজা বাতাস
মল্লার বাজে মেঘ বীণে,
পুলকিত কিষাণ, আনন্দে মাতাল
করছে চাষ ভিজে বৃষ্টি দিনে।