রাতের জোছনা আসুক দীনের মাটির ঘরে,
আঁধার নিকষ কাটবে তখন যাবে যে
আলোকে ভরে।
নকশি কাঁথায় স্বপ্ন বুনন পূর্ণিমা চাঁদ দেখে,
ভালো মন্দের অলীক ভাবনা জোছনা ধারায় মেখে।
গরিব সবের নিশীথের রাতে ঘুপচি আঁধারে বাস,
গহীন মনের বেলাভূমে যায় হারিয়ে সুখের আশ।
চরাচরে পথ মাঝে সংগ্ৰাম করে বাঁচা,
পেটের ক্ষুধায় অসহায় তাই দান ক্ষয়রাতি যাচা।
একটু সেবায় বুকের মধ্যে জোছনার আলো মত,
খুশির আলোক ঝলকিয়ে যায় বদন রেখায় শত।
হোকনা এমন সমাজ যেথায় থাকবেনা দুখ ভবে,
প্রীতি প্রেমে মিলেমিশে রব আনন্দ সুখে সবে।
স্বার্থবিহীন হয়ে সবে একে অপরের সুখ দুখে,
সাহায্য হাত বাড়িয়ে সবাই থাকবো হাস্য মুখে।
রাষ্ট্রনীতির কলুষতা দূরে ঠেলে স্বচ্ছ সহজ করে,
জ্ঞানের আলোয় ভরিয়ে দেওয়া জাতি কল্যাণ তরে।
দুখের আঁধার কাটবে তখন সুখের জোছনা রবে,
মাতবে সবাই খুশি আনন্দে ধনী দরিদ্র সবে।