মায়ার সাম্রাজ্য মাঝে করি সবে বাস
কখন যে ডাক আসে যেতে হবে চলে
বিধাতার পরোয়ানা কখনো আসলে
সবাইকে যেতে হয় পরকাল বাস।
এটা স্থির মনে রেখো এদেশ প্রবাস
সংসারেতে অভিনয় করি প্রতি পলে
মায়ার বাঁধনে বাঁধা সোহাগ আঁচলে
ক্ষণিকের আনন্দেতে হাস পরিহাস।
স্বার্থ ত্যাগ করে তাই ভালোবাসো সবে
হিংসা দ্বেষ স্বার্থ ত্যাগে সদা সুখে রবে।
বেঁচে আছো যতদিন মায়ার সংসারে
মানবিক হয়ে সদা সেবা কর সবে
যেতে হবে একদিন এ সংসার ছেড়ে
তোমার সুকৃতী শুধু অক্ষয় রবে।