সমাজের বুকে কৈতবের দল প্রকাশ্যে ঘুরে ফিরে বেড়ায়,
নির্লজ্জতার সীমা ছাড়িয়ে তারা সমাজে যথেচ্ছ লুণ্ঠন চালায়।
স্বার্থান্বেষী হয়েছে মানুষ বিশ্বাস করা দায়,
আখের গোছাতে ব্যস্ত সবাই বিভিন্ন উপায়।
জনগণ থাকে বাকরুদ্ধ, মনে শুধু ভয়,
প্রতিবাদ করলে হয়তোবা ক্ষতি কিছু হয়!
দমবন্ধ পরিবেশে শুধু আশা নিরাশার দোলাচাল,
আশ্বাস ,ভরসার বুলি আওড়ায় নেতাদের দালাল,
সমাজ জুড়ে নৈরাজ্যতার নির্মম কষাঘাত ভয়াল।
অসহিষ্ণুতার জাঁতাকলে দগ্ধ হয় যে ন্যায্য অভিপ্রায়ের সহ্যসীমা,
ঘুণধরা সমাজে চলছে অযোগ্যদের রাজ, ভূলুণ্ঠিত শিক্ষার গরিমা।