ঘুণে ধরা সমাজটা হচ্ছে রুগ্ন ধীরে
নোনা ধরা দেওয়াল ভগ্নপ্রায় দশা
ধূলোবালি আস্তরণ পলেস্তারা খসা
দেখেও দেখেনা কেউ স্বার্থ মন ঘিরে।
কৈতবের ছড়াছড়ি মানুষের ভিড়ে
সমাজ চুলোয় যাক থাকি মূক বসা
মধুর বাক্যপটুতা মন তিক্ত কষা
শকুনের ন্যায় দৃষ্টি নিজ সুখ তীরে।
সমাজ পান্ডুলিপিতে ইতিহাস লেখা
কাব্য পাগল মানুষ লেখে বিবরণ
মেসিকেই অসি ক’রে বিদগ্ধ রচন
সভ্যতার হতচিত্র স্বচক্ষে যা দেখা।
আমিও তাকিয়ে দেখে ভাবি অনুক্ষণ
সভ্যতার এই বুঝি ভাগ্যের লিখন।