নির্ঝর ঝরনার চঞ্চল ধারাপাত ,
সুললিত ধ্বনি তুলে ঝরে পড়ে দিবারাত।
তরলিত চন্দ্রিকা রৌপ্য রূপে ধায়,
স্ফটিকের মত তার শুভ্রতা দেহে ছায়।
গিরিপথ হতে নামে ঝরঝর সুর তান,
বিবসনা জ্যোৎস্না যেন তাতে করে স্নান।
পাষাণের বুক চিরে বেলোয়ারি আওয়াজে,
উদ্দাম ছুটে চলে ছন্দের রেওয়াজে।
শিঞ্জিনী বোল তায় যৌবন মত্ততা,
নৃত্যের তালে তালে ছন্দের মুগ্ধতা।
তুষারের বিন্দুতে সৃষ্টির মঞ্জুলী,
গিরিবালা বলে কেউ সিঞ্চিত অঞ্জলি।
মঞ্জরী পাখোয়াজ সুর নাদে অতিশয়,
বনপথে পাহাড়েতে দুর্বার গতিময়।
কুয়াশায় রূপ ঢাকে ধূমায়িত অঞ্চলে,
দুর্দম উতরোল প্রগমন সমতলে।
ছুটে যায় দ্রুতবেগে সৈকত রেখা তট,
চিক্কণ রূপ শোভা ঠিক যেন আঁকা পট।
কুলুকুলু লহরীতে নাচে বুঝি জল পরি,
ভানু করে ঝিলিমিলি আলো প্রভা আহা মরি।