নেপোটিজম নেপোটিজম বসত তোমার কোথা!
মনন তোমার মলিন কেন আত্মকেন্দ্রিক প্রথা!
সবখানেতে বিরাজ কর দাপট তোমার বেশ,
যেখানে যাও জাঁকিয়ে বসো নিয়ম ক’রে শেষ।
স্কুল কলেজে চাকরি স্থলে যত্র তত্র যাও,
রীতিনীতি তুচ্ছ করে স্বজন পোষন চালাও।
নেপোটিজম নেপোটিজম তুমি বুঝি চক্ষু লজ্জাহীন,
ন্যায় নীতি দিয়েছো বিসর্জন এতটাই বিবেক বিহীন ।
যোগ্য জনে দাও না মান এমন তোমার দাপট,
নিকট জনে সুবিধা দাও ক’রে ছল চাতুরী কপট।
সর্ষের মধ্যে ভূত সম তোমার রকম সকম,
গোপনে কর অবৈধ কাজ ইচ্ছে খুশি মতন।
নেপোটিজম নেপোটিজম কেন এতো তুমি খল,
তোমার কারণেই সমাজ আজ যাচ্ছে রসাতল।
একটু ভাবো তাদের কথা দক্ষ যোগ্য যারা,
ন্যায্য অধিকার না পেয়ে অসহায় দিশেহারা।
তোমায় জন্যই বৈষম্য দেখো সর্বত্র গেছে ছেয়ে,
যোগ্যরা আজ হতাশাগ্ৰস্ত মর্যাদা না পেয়ে।
নেপোটিজম নেপোটিজম একটু রাখো মান,
সকলকে দাও গুরুত্ব আর যোগ্যকে যথার্থ সম্মান।
প্রতিভাকে কদর দিয়ে একটু মানবিক হও,
বৈষম্যকে দূর করতে সহযোগী হাত বাড়াও।
নিরপেক্ষ হয়ে যদি সত্যের পাশে দাঁড়াও,
যোগ্যতমের হবে জয় খুশি রবে জনতাও।
নেপোটিজম নেপোটিজম দেখো সততা বিদ্রূপ হাসে ঐ,
বলছে কেবল তোমার কারণেই নেপোয় মারে দই।