স্বাধীনচেতা কেশরী তুমি নজরুল
তোমার সৃষ্টির ব্যপ্তি সুদূর প্রসারী
অগ্নিবীণার ছন্দেতে রুদ্র হুঁশিয়ারী
মসী তব অসি হয়ে হানে অবিরল।
চির বিদ্রোহী তুমি যে দৃঢ় অবিচল
সাম্যের তরে সর্বদা প্রতিবাদী মন
করেছো মজুরদের সম্মান যতন।
মানবতার প্রতীক কর্তব্যে অটল।
জন্ম তব বর্ধমান চুরুলিয়া গ্ৰাম
অভাবে যুঝেছো তাই দুখু মিঞা নাম।
ছিলে দুর্দম নির্ভীক তুমি দাবানল
উৎপীড়িতের ক্রন্দনে হয়ছো সোচ্চার
হে বিদ্রোহী কবি নমি তব পদতল
নৈরাজ্যের দেশে আজ তোমা দরকার।