বহু দিন পর শাওন এসেছে ঝর ঝর বরিষণে,
রিমঝিম সুরে যেন জলতরঙ্গ বাজে তার সনে।
শাওন বাদর মুসলধারেতে নির্ঝর ঝরে তালে,
হৃদয় মাঝেতে সুরের লহরী ঠমকেতে ওঠে দুলে।
ঝর ঝর ঝরে বৃষ্টি অঝোরে অবিরাম দিনক্ষণ,
ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ বিরহ বিধুর মন।
তোমার স্মৃতির জলছবি ভাসে উচাটন মন মাঝে,
শ্রাবণ ধারায় নোনাজলে ভাসি একলা সকাল সাঁঝে।
কদমের ঘ্রাণে ভরা সমীরণ হৃদয় করে আকুল,
অতীত আজ বড় বেশি যেন করছে মন ব্যাকুল।
চাতকের ন্যায় চেয়ে থাকি শুধু মিলন পিয়াস তরে,
দগ্ধ পরান মেঘমল্লারে তব প্রতীক্ষা করে।
দামিনী দমক তালের পাতার কাঁপন বৃষ্টি ধারে,
শ্যামল শিখার জটা যেন পড়ে ছড়িয়ে দিগন্তরে।
পুব হাওয়াতে জলতরঙ্গ তোলে যে সুর লহরী,
পাল তুলে বুঝি আসে ধেয়ে তব স্নিগ্ধ প্রেমের তরী।
হৃদয় নদীর কূলে কূলে আজ শ্রাবণের আলোড়ন,
বেদনা আমার কূল মানেনা চায় মধুর আলাপন।
উতল ধারায় বাদল ঝরন সজল হাওয়া তায়,
নিবিড় তিমির শ্রাবণ রাত্রি তোমার সঙ্গ চায়।