সাথীহীন জনে অসহায় মনে
কাটায় কষ্টে ভবে,
দিলে তারে সাথ বাড়িয়ে যে হাত
মন খুশি রবে তবে।
হৃদয়ের ব্যথা কত স্মৃতি কথা
আছে অন্তর মাঝে,
যদি পায় সাথী আনন্দে মাতি
শত সুখ হৃদে রাজে।
হয়ে আশাহীন থাকে নিশিদিন
মনমরা ভাব লয়ে,
হতাশার গ্ৰাস যেন মনে ফাঁস
থাকে চুপ সব সয়ে।
নিরালায় বসে হিসেব যে কষে
জীবনের ভুল যত,
স্মৃতিগুলো সব করে আহা রব
পরিহাস ছল মত।
সমাজের মাঝে সকাল ও সাঁঝে
একা থাকা বড়ো দায়,
চায় সাথী সবে পেতে সুখ ভবে
প্রাণে বহে খুশি তায়।