বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন
ছিলে তুমি কিংবদন্তি ব্যক্তিত্ব,
জুটি ছিলেন উত্তমকুমার, যিনি
ছায়াছবির অনন্য অস্তিত্ব।
সিনেমাপ্রেমীর হৃদয় মাঝেতে
প্রিয় নায়িকার আসন তোমার,
চোখের ভঙ্গি-বাহারের অভিনয়
আজও দেখা যায়না কোনো নায়িকার।
রমা নাম থেকে হয়েছিলে সুচিত্রা
চলচ্চিত্র জগতে এসে,
কত বাধাবিপত্তি পরিবার সমস্যা
সত্ত্বেও করেছো অভিনয় হেসে।
হাসিতে ছিল অপ্রতিম ঝলক
বিকশিত মুক্তঝরা বাহারে,
রোমান্টিক অভিনয়ে দর্শক হৃদয়
মোহিত করছো সুধা আধারে।
দেবদাস, সপ্তপদী, শাপমোচন, বিপাশা
সাড়ে চুয়াত্তর, পথে হলো দেরি, অগ্নিপরীক্ষা, দত্তা
আন্তর্জাতিক খ্যাতি পেয়েছে কিছু ছবি
অসামান্য নায়িকার আসনে তুমি ভূষিতা।
শেষ ছবি ‘প্রণয় পাশা’ করে
আড়াল করলে নিজেকে ইচ্ছাকৃত,
কোন অভিমানে এই গোপনীয়তা
ভেবে দর্শক হয়েছে স্তম্ভিত।
আবডালে থেকে চলে গেলে শেষে
মরণের ওপারেতে,
চলচ্চিত্র জগত শূণ্যতায় ভরা আজও
পারেনি কেউ তোমার মত নায়িকা হতে।