কৃষক শ্রমিক কার্য করে
ফেলে দেহের ঘাম,
অর্থনীতির ভিত যে তারা
নেইকো তবু দাম।
অভাব নিতি তাদের ঘরে
পরিশ্রমটাই সার,
ন্যায্য মূল্য পায়না শ্রমের
কষ্টে যাপন তার।
আঠারো’শ ছিয়াশি সাল
পহেলা মে তাই ,
আমেরিকার হে মার্কেটে
শ্রমিক ভিড়ে ঢাই।
আট ঘন্টা কাজ দাবি করে
স্লোগান মুখর হয়,
মালিক পক্ষ চালায় গুলি
বেজায় দেখায় ভয়।
গুলির ঘায়ে থরে থরে
লুটায় শ্রমিক প্রাণ, থরে
বাধ্য হয়ে মালিক সেদিন
দাবিকে দেয় মান।
শহীদ শ্রমিক রক্তে সেদিন
সময়সীমার জয়,
সেই কারণে পহেলা মে
শ্রমিক দিবস হয়