মনে পড়ে যায় অতীত দিনের
বয়ঃসন্ধি কালের কথা,
কলেজে প্রথম বাৎসরিক অনুষ্ঠানে
হয়েছিলো বিতর্ক অযথা।
সবিতার আলো নিভু নিভু প্রায়
গোধূলির কামরাঙা রঙ আকাশে,
ছুটছি আমি বাস ধরবো বলে
হঠাৎ তোমার আসা সকাশে।
ভীষণ রেগে করেছিলাম ঝগড়া
বাস ধরতে পারিনি বলে,
একগাল হেসে বলেছিলে দেবে পৌঁছে
গিয়েছে যাকনা বাস চলে।
সত্যি সেদিন রাত হয়েছিল বলে
ফিরেছিলাম তোমার স্কুটারে,
তোমার চাহনি মানবিকতা সেদিন
মনে দাগ কাটে অবিচারে।
মনে মনে ভালো বেসেছিলাম তবু
বলতে বলতে পারিনি লজ্জাতে,
তুমিও ইঙ্গিত দিয়েছো বারে বারে
এড়িয়ে চলেছি তফাতে।
কলেজ শেষে যে যার মত
ছুটেছি উচ্চ শিক্ষাতে,
ছিলোনা তো তখন মোবাইল ফোন
হয়নি সুযোগ তাই সাক্ষাতে।
বিয়ের দিনে পুনরায় দেখা
বরযাত্রীর বেশে,
সচকিত নয়নে চিনতে পারিনি
ভাব নিয়ে থাকি নিজ আবেশে।
কাছে এসে তুমি দিলে পরিচয়
বন্ধু হও তুমি বরের,
সহৃদয় হয়ে কর্তব্য পালনে
হওনি কুন্ঠিত বন্ধু পরিবারের।
শ্রদ্ধায় নত হয়েছিল মন
তোমার অমলিন ব্যবহারে,
আজ তুমি আমার বন্ধু প্রিয়
থাকো পাশে সব ব্যাপারে।