অভিমান ভুলে প্রিয় ফিরে এসো ঘরে,
তুমি বিনা হিয়া মোর হাহাকার করে।
কোন্ দোষে গেলে ছেড়ে ভাবি সারাক্ষণ,
ব্যথার আঁধারে ডুবে দিশেহারা মন।
তোমার সোহাগ বিনা জীবন আমার,
মরুভূমি সম লাগে বেদন পাথার।
এসো প্রিয় আছি বসে তোমা অপেক্ষায়,
ম্লান মুখে কাটে দিন জেগে বিনিদ্রায়।
তুমি ছিলে মোর কাছে ভালোবাসা নুর,
সুখ প্রীতি সৌভাগ্যের প্রেম ভরা সুর।
তোমার বিহনে লাগে বড় অসহায়,
দুখ ভারে দেহমন বিবশ যে প্রায়।
নিমেষে কেমন করে হয়ে গেলে পর,
ভালোবাসা তুচ্ছ করে ছেড়ে বাড়ি ঘর।
মান অভিমান সব দূরে ঠেলে দিয়ে,
এসো প্রিয় ত্বরা করে উতলা যে হিয়ে।
দিবস রজনী এই আশা মনে রাখি,
নিশ্চয় আসিবে তুমি দেবে নাতো ফাঁকি।
ক্লান্ত শ্রান্ত পিপাসার্ত মন লয়ে একা,
নিভৃতে রয়েছি পড়ে কবে পাবো দেখা।