অভিমানী ছিঁচকাঁদুনী
বউটা কাঁদে ভারি,
মনের মত শাড়ি গয়না
হয় নি মোটে তারি।
মেজাজ খাট্টা নাকটা উঁচু
রঙের বোধ যে আছে,
বাজে কথা শুনতে নারাজ
সময় নেই যে কাছে।
বাপের বাড়ি দেখায় শেষে
পোঁটলা নিয়ে হাতে,
অনুনয়ে ফিরলো রাতে
নতুন শাড়ি সাথে।
বউটা আমার ভারি ভালো
ব্যস্ত থাকে কাজে,
সবার দিকে দেয় সে নজর
ঘোমটা মাথায় লাজে।
সবার তোফা কেনে নিজে
নিজের বাকি রেখে,
আশা ছিল স্বামী দেবে
ভালোবাসা মেখে।