লাল গোধূলির রঙে রঙিন
নদীর বক্ষ পরে,
মাঝে দেখো বইছে তরী
মাঝি হালটি ধরে।
নদীমাতৃক দেশ যে মোদের
জলে জীবন চলে,
খাওয়া শোওয়া তরীর পরে
জীবন কথা বলে।
নৌকা চালায় সারা দিনভর
রোজগার করে খাবে,
ডাকাডাকি হাঁকা হাঁকি
ওপারে কে যাবে?
সওদা করে ফেরে সবে
নৌকা চলে বেয়ে,
ভাটিয়ালি গান গাইবে সুখে
সারি লহর গেয়ে ।
মাছেরা যে লাফায় জলে
ছিপে ধরে তোলো,
নৌকায় বসে রান্না হবে
খেয়ে দুঃখ ভোলো।