মাটির কাজ মাটি শিল্প
কুমোর পাড়া জুড়ে,
মাটির ডেলা পায়েতে পেষে
মাটিতে থাকে মুড়ে।
কোথায় গেল মাটির হাঁড়ি
কুমোর পাড়া ফাঁকা,
কাদার ডেলা ছড়িয়ে আছে
মাটি চিত্র আঁকা।
কুমোর চাকা ঘোরে না আর
কুমোর পাড়া চুপে,
চাকরি নিল ভিন দেশেতে
নানা কাজের রূপে।
ঠাণ্ডা জলে পরান খুশি
মাটির কুঁজো থেকে,
মরণ মোর গরম জলে
স্টিল বাসনে রেখে।
নতুন করে ভাবতে হবে
শিল্প আনো তবে,
মাটির হাঁড়ি মাটির কুঁজো
ফিরে আনো ভবে।