তোমরা বলছ, আমায় খুঁজে পেয়েছ?
কিন্তু না তো,
আমি পৃথিবীর মুখ দেখলাম কই!
ছিলাম মায়ের গর্ভে-
কিন্তু, পাষাণ ঈশ্বর নিয়ে নিলেন প্রাণ,
এক অবলা শিশুর মৃত্যু হল।
দেহ যখন দাহ হচ্ছিল,
তখন, সে আগুনে ভিতরের এই আমি
পুড়তে পুড়তে চিৎকার করেছিলাম!
তোমরা সেই আওয়াজ শুনেই ভেবেছিলে যা ভাবার।