যদিও অষ্টাদশীতে তাকে অভাবী কন্যাদান করা হয়েছিল,
শ্বশুরালয়ে প্রবেশের মুহূর্ত থেকে শুনতে হয়েছিল গঞ্জণা,
বৎসরান্তে কন্যাসন্তান জন্মদানের অপরাধে পেল
দৈহিক নির্যাতন,
স্বামীর পুত্রদানের অক্ষমতা বর্তে ছিল দ্বিতীয় কন্যা র জন্মের পর,
আজ দুই কন্যা উচ্চশিক্ষিত হয়ে উচ্চপদে চাকুরিরতা,
তখনও অন্তরের ব্যথাতুর লুকিয়ে রাখা শব্দ ব্যবহৃত হলোনা,
সংসারের মঙ্গল কামনায় নীরব অশ্রুকণারা
শান্তিবারি হয়ে ঝরে,
মধ্য রাতের তারার সাক্ষী থাকে নিথর অন্ধকারে,
মহান সমাজ সংস্কারকদের চিন্তা ভাবনা আজও
মলাটের আড়ালে,
বেড়েছে শিক্ষা,জাগছে নারীরা, তবুও পুরুষের আধিপত্য নয় নমনীয়।