শ্রাবণী বৃষ্টি ভেজা দুপুরে,
টিনের চালে টুং টাং সুরে,
যখন বাজে তান মেঘ মল্লারে,
পাকশালা সুবাস ছড়ায় ফুরফুরে,
গরম গরম ফুলকপির খিচুড়ি,
ঘিয়ে ভাজা আলু ঝুরিঝুরি,
লকলকে জিভের মত বেগুনি,
তাড়াহুড়োয় স্বাদ হল আলুনি,
গুটিকয়েক রুপালি শস্য ভাজা,
কর্তা বল্লেন এক্কেবারে গঙ্গার তাজা,
দামে সস্তা মাত্র হাজার টাকা,
শেষ পাতে মুচমুচে মশলা পাঁপড় সেঁকা।