আনন্দে মাতে সুখের ছন্দে কাটায় দিবস রাতি
অপচয়ে মাতে টাকা করে ক্ষয় প্রয়োজনে নাহি পাবে,
সময়ের শেষে ধরায় সে মেশে অস্তের রবি ভাতি।
সঞ্চয় কমে অবহেলা ভরে কোথায় তখন যাবে
মাথা কুটে মরে ধন ফিরে পাবে এমন নয়কো কভু,
ধন সম্পদ কিছু থাকে যদি আরামে বসিয়া খাবে।
সততার পথে কষ্টের পথে পাবে তুমি সাথে প্রভু
অসৎ পথেতে প্রাচুর্য আছে বিপদ আপদ আসে,
অসতর্কের মুহূর্তে রবে জীবন প্রদীপ নিভু।
অমিতব্যয়ী করে অনুতাপ দুখের সাগর পাশে
মিতব্যয়ীরা ধনে সম্পদে সুখের জীবন ধরে,
কর্তব্যতে জীবন ধারা টি লোকে মনে ধরে আশে ।
মোমবাতি আলো নিভে গেলে কালো জীবনের আলো ভরে
দানের মাঝেতে ধ্যানের মাঝেতে জীবনের কথা বলো,
পাপের দুনিয়া শাপের দুনিয়া আগামী দিনেতে মরে।
সময়ের কাজ ধরে মাথে তাজ জ্বালায় দীপের শিখা
বয়স কালেতে তোমার ললাটে সুখের কথাটি লিখা।