জ্যৈষ্ঠের সন্ধ্যায় জ্যোৎস্নার মৃদু আলো
নতুন বার্তা আনবে তবে ভালো।
খবর দিলো গ্রীষ্ম ঋতু সবে
বৃষ্টি পড়বে প্রকট গর্জন রবে।
ধৈর্য ধরো বর্ষা নূপুর শব্দে
বর্ষা জলে কমবে গরম জব্দে।
ধনধান্যে পূর্ণ হবে মাঠে
দিনের শেষে হাসি মুখে বাটে।
জ্যোৎস্না তুমি একটু খানি হাসো
তোমার মায়ায় তোমার আলোয় ভাসো।
প্রেমিক দোঁহে বসবে নদীর ঘাটে
বকম বকম শব্দে তাদের কাটে।
নদীর জলে করছো কেমন খেলা
তোমার রূপে পাগল প্রেমী মেলা।
তোমার মৃদু আলোর পথে চলা
গাছের ফাঁকে হাজার জোনাক জ্বলা।
শীতল হাওয়া বইবে কবে বলো
চাঁদের জ্যোৎস্না অপরূপে ঢলো।
জ্যৈষ্ঠের সন্ধ্যায় জ্যোৎস্নার মৃদু আলো
ঢাকলো সকল অন্ধকারের কালো।