স্বপ্নে যারে দেখেছিলেম
বয়ঃ সন্ধি কালে,
প্রেম নয়কো সে ভালোবাসা
স্বপ্নে দেখার তালে।
কোচিং মাস্টার পড়ায় লজিক
তর্ক যত আছে,
মোহের বশে তাকায় থাকি
কেউ না দেখে পাছে।
নামটাতে যে মোহ বিস্তার
মেলাই যত চেনা,
মহাপুরুষ নামের সাথে
চলে লেনা দেনা।
বাবা দেখে বুঝে ফেলেন
বযঃ সন্ধির খেলা,
বোঝায় কত মোহ মায়া
সময় নষ্ট মেলা।
এসব মোহ যাবে কেটে
কিছু সময় পরে,
আছেন তোলা রাজার কুমার
তোমার জীবন তরে।
ব্রণ ভর্তি মুখে তাহার
চুলে টেরি কাটে,
কানের পাশে ঝুলপি ঝোলে
টাইটের প্যান্টে হাঁটে।
পুলিশ মামা এ্যাকশন পথে
ব্লেডের দ্বারা চেরে,
টাইট টি উঠে ঢোলা এলো
বাবু ঘুরে ফেরে।
প্রেমের এমন শক্তি দেখো
ব্রণ গেলো উবে,
পটল চেরা চোখে তাকায়
আমি গেলাম ডুবে।
লোকে বলে হ্যান্ডসাম বর যে
কোথা থেকে পেলি,
আজরা সায়রা আশা চুলের
বাহার আমার গেলি।
এখন ভাবি আমার ফ্যাশন
কোথায় গেল চলে,
ছেলে সংসার সামলে জীবন
কাঁদি চোখের জলে।