উল্টোরথে মহাপ্রভু ফিরে যাবেন নিজ মন্দিরে
গুণ্ডিচা মন্দির মাসির বাড়ি থেকে যাবেন রথে চড়ে।
লোকে লোকারণ্য, হাঁটছে পথে, শুধু মাথা আর মাথা
দোঁহে চাপলাম অটো যানে উদ্দেশ্য মাসি বাড়ি।
পুলিশ বাজায় বাঁশি ফু উ ফু, বন্ধ রাস্তা যাও ঘুরপথে
ঘুরতে ঘুরতে সময় যায়, কোনোমতে কাছাকাছি।
এবার চলো পয়দল, নরসিংহ মন্দির দ্বারে।
অপেক্ষায় থাকা কখন দেবে খুলে দ্বার ভক্তজনেরে
সেবায়েতে ভরসা রাখি প্রবেশ মিলিল অচিরেই।
প্রভু দর্শনে সকল ব্যাথা গেল চলি, চোখ দিয়ে
পরে অশ্রু জল, কি মুগ্ধতা; ভরে হৃদয় মন।
করজোড়ে দণ্ডায়মান মুখে নাহি ভাস,
হে মহাপ্রভু! সকলেরে রেখো ভালো, শোক তাপ দুঃখ
জ্বর অসুখ বিসুখ নিও সব তুলে, তোমার সন্তান যেন
থাকে দুধে ভাতে। মহাপ্রসাদ পেয়ে মোরা আপ্লুত।
কলা পাতায় বসে প্রাণে ধরে সেই প্রসাদ ভক্ষণ।
ধারা বিগলিত কপোল বেয়ে মেশে প্রসাদে।
হে অনাথের নাথ! দীনবন্ধু জগৎবন্ধু দয়া করো
লক্ষলক্ষ ভক্ত সমাবেশ, তোমার দর্শনে
অধীর আগ্রহে আসে সব দূর দূরান্ত থেকে
তুমি জীবে প্রেম শিখিয়েছো সব ভক্তে
তোমার সেবায় ভক্ত দিয়েছে প্রাণ মন।
চলল রথে মহাপ্রভু সাথে বলরাম আর সুভদ্রা
দুপুর দুপুর পৌছে গেল বিনা বাঁধা বিপত্তি।
পরের দিন সোনাবেশ, আসছে ধেয়ে ভক্ত।
বিপুল জন সমাগমে পথ চলা দায়, হাঁটছে কাতারে
কোনো কথা মুখে নাহি, নিয়ম মেনে চলছে সবে।
অপূর্ব সোনাবেশে প্রভু দণ্ডায়মান, ঠাকুর শ্রীনারায়ণ ।
ধন্য হলো জীবন এ হেন দর্শন, মুগ্ধ মানব, মুগ্ধ মন।