Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ফিরে এলাম বিরতির পর || Pinaki Chowdhury

ফিরে এলাম বিরতির পর || Pinaki Chowdhury

ফিরে এলাম বিরতির পর

প্রতি সন্ধ্যায় বাঙালি পরিবারের সদস্যদের মধ্যে, বিশেষ করে মহিলাদের মধ্যে টিভির রিমোট কন্ট্রোল নিয়ে রীতিমত কাড়াকাড়ি পড়ে যায় ! সৌজন্যে অবশ্যই বাংলা ধারাবাহিক । সারাদিন সংসারের হাড় ভাঙা খাটুনির পরে প্রমীলা বাহিনী যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেন বাংলা ধারাবাহিক গুলো দেখে। কি নেই সেই বাংলা ধারাবাহিকে ? ক্ষুদ্রাতিক্ষুদ্র আবেগ অনুভূতি, অতিশয় স্পর্শচেতন ভাষা ! প্রেম অপ্রেম , পরকীয়া প্রেমের আখ্যান , কিম্বা নিখাদ আধ্যাত্মিকতায় সমৃদ্ধ সেইসব ধারাবাহিক গুলো যেন টেনে হিঁচড়ে আরও বড় করে আপামর দর্শকদের সামনে উপস্থাপিত করা হয় ! থুড়ি ভুল বললাম ! আসলে সেইসব বাংলা ধারাবাহিক গুলো বাঙালি প্রমীলা বাহিনীকে একপ্রকার জোর করে গেলানো হয় ! আর মন্ত্রমুগ্ধের মত সেই ধারাবাহিকগুলো দেখার শিক্ষণীয় বিষয় হল, আগামী দিনে সেইসব ধারাবাহিক গুলোর বক্তব্য প্রমীলা বাহিনী তাঁদের ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে উদ্যত হন ! কোনো একটি বিশেষ চরিত্রের সংলাপ হুবহু নকল করেন , এমনকি সাংসারিক জীবনে কূটকৌশল গুলোও এইসব তথাকথিত সিরিয়াল দেখেই রপ্ত করেন ! শুধু কি তাই ? কিভাবে বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ হতে হয় , তাও এখান থেকেই প্রমীলা বাহিনী রপ্ত করেন ! এমনকি পরিবারের বড় ছেলের থেকে মেজো ছেলে কেন কিছুটা উপেক্ষিত থাকেন , তারও বিস্তারিত বিবরণ জানতে পারেন । বাস্তবে বাঙালি প্রমীলা বাহিনী এইসব ধারাবাহিক দেখে বেশ একটা তৃপ্তির ঢেঁকুর তোলেন ! এমনকি আধ্যাত্মিকতায় সমৃদ্ধ কোনো সিরিয়াল দেখতে দেখতে হঠাৎ করেই তাঁরা করজোড়ে বোকা বাক্সের দিকে তাকিয়ে নমস্কার জানিয়ে ফেলেন ! প্রসঙ্গত উল্লেখ্য যে, পশ্চিমবঙ্গের বেশ কিছু বাংলা ধারাবাহিক বাংলাদেশেও বেশ জনপ্রিয় হয়েছে । তবে এইসব বাংলা ধারাবাহিক চলাকালীন সময়ে বাড়ির ড্রয়িং রুমে কিন্তু পিন ড্রপ সাইলেন্স ! সেখানে পরিবারের পুরুষ মানুষটির সাময়িক ভাবে প্রবেশ নিষিদ্ধ ! টানটান উত্তেজনা, নিখুঁত চিত্রনাট্য এসবকে ছাপিয়ে সেই ড্রয়িং রুমে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে ! আর মিডিল ক্লাস ইনসিকিওর্ড হ্যাজবেন্ডের মত পুরুষমানুষটি যেন পাশের ঘর থেকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন ! কিন্তু হঠাৎ করেই যেন ছন্দপতন ! টিভির পর্দায় তখন ” ফিরে আসছি বিরতির পরে ” লেখাটি জ্বলজ্বল করছে ! হ্যাঁ, সেই বিজ্ঞাপনী বিরতি থেকেও যেন প্রমীলা বাহিনী শিক্ষা নিয়ে থাকেন…… ! তা সে ফর্সা ফেয়ারনেস ক্রিম হোক অথবা গর্ভনিরোধক বড়ি সেবনের উপকারিতা ! এভাবেই এগিয়ে চলে যাপিত জীবন ! আজও হয়তো বিজ্ঞাপনী বিরতি গুলো খুবই প্রাসঙ্গিক এবং গভীর অর্থবহ ।।

1 thought on “ফিরে এলাম বিরতির পর || Pinaki Chowdhury”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by WordPress