মিথ্যে কথা বলে লাভ নেই তোমাকে,
তোমাকে প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলাম,
পড়েছিলাম তোমার হরিণ চোখের ভাষা,
ভাষা ছিল ভয়ার্ত, কেউ বোঝেনিতো,
বোঝেনিতো, তুমি আমাকে
আড়চোখে দেখছিলে,
দেখছিলে শান্তশিষ্ট ছেলেটি দৃষ্টি,
দৃষ্টি ছিল দুষ্টুমিষ্টি চতুর প্রেমাতুর,
প্রেমাতুর সুশীল কর্মহীন
বলে পেলনা তোমাকে,
তোমাকে অভিভাবকেরা ছিনিয়ে নিল, ছিলে নির্বাক,
নির্বাক হলেও, মুঠোফোনে
বলনি মিথ্যে।