নীল নবঘনে বাদল কালো মেঘের আলপনা,
সারি দিয়ে শুরু হয়ে গ্যাছে ধানবোনা,
বর্ষণ ভেজা শরীরের ভাঁজে
ভাঁজে,
শ্রমেই ওদের কর্ম জীবনের সুর বাজে,
জীবন সংগ্রামে ক্ষুণ্নিবৃত্তির নিত্য প্রয়োজনে,
নারীশক্তি ব্যস্ত গৃহস্থালীর
নানান আয়োজনে,
মেঘে ঢাকা আকাশের মত
জীবনের ছন্দ ঢাকা,
জীবনের ছন্দ নিবীড় রোপণের মত আঁকা,
শ্রমের ফসলের মুল্যে শিক্ষিত
হবে সন্তান,
কৃষ্ণবর্ণ মেঘেরা আনে সুরেলা
জীবনের জয়গান।