ঐ দুর নীলিমায় ভেসে যায় মেঘবালিকারা,
উত্তুঙ্গ গিরি শিখর ছুঁয়ে চলে যায় তারা,
সবুজ পাইনের দল নৃত্যছন্দে
দোদুল্যমান,
আকাঁবাঁকা পথে বাঁশির ছন্দে
চলে পাহাড়ি বালা,
মনে পড়ে মধু ভ্রমণের মধুক্ষণ
গুলি,
মানসং হোমষ্টের অলিন্দে বসে
সূর্যোদয়ের রক্তিম মুহূর্তে,
নবজীবনের রোমাঞ্চকর জৈবিক শিহরণের আবেশ,
শৈল্পিক তুলিসম অনামিকার স্পর্শ শারীরিক ক্যানভাসে,
স্বর্গীয় অনুভূতির ওমে ভরে
ওঠে দুটিমন,
উষ্ণ শীতল পরিবেশে উদ্ভাসিত নবযৌবন।