কেটেছে বহু বছর,মাস, দিন,
দিন শেষে রাত, আবার ভোর,
ভোর নতুন বার্তা বয়ে আনে,
আনে প্রেমময় নব জীবনের আলো,
আলো ছড়ায় সুনীল জলধি তরঙ্গে,
তরঙ্গে নৃত্য বিভঙ্গে ছড়ায় আবীর,
আবীর রামধনু রঙে রঙ ছড়ায়,
ছড়ায় স্বপ্নিল আবেশ ঘন ঘোর,
ঘোর নির্মল নব মিলনের শুরু,
শুরু হয়েছিল নব নির্মানের চিন্তা,
চিন্তা ছিল সুন্দর নবমুকুলের সৃষ্টির,
সৃষ্টির আনন্দে মিলনের বহুরাত কেটেছে।
কেটেছে শুভক্ষণ তবু মনে হয়,
হয় নবজাতক নবনির্মানের সুখ স্বপ্ন