সাদা কালো চৌষট্টি ঘরের যুদ্ধ,
মগজাস্ত্রে লড়েকিশোর যুবা বৃদ্ধ,
রাজা মন্ত্রী নৌকা গজ ঘোড়া,
সামনে আটটি বোড়ে দিয়ে ঘেরা,
গজ গমন কোনাকুনি,আড়াই চালে ঘোড়া
নৌকা বায় সোজা পাশে,
রাজা মন্ত্রীর পাশে বোড়ে,
একপক্ষ সাদা, অপর পক্ষ কালো,
বোড়ের চালে কিস্তিমাত হলে ভালো,
বিশ্ব জুড়ে হয় ছাড়া যুদ্ধ,
পুরুষ নারীর শান্তির লড়াইয়ে
পৃথিবী মুগ্ধ।