মনে পড়ে,খুব মনে পড়ে
জানালা চোখে পলাশের মাঠ
অন্য চোখে,সহজ পাঠের নদী
বোতাম ছেঁড়া জামা
সেপ্টিপিনে জড়ানো চপ্পল
বেরিয়ে পড়া আকাশের গোত্র খুঁজতে
আগুনের বর্ণপরিচয় পাঠ
দ্বিতীয় ভাগ
বাগান হওয়ার কথা
ধারাপাতের মতো হাতের উপর হাত
পাঠশালার ধূলো বালিতে বিনীত ছেলেবেলা
হৃদয় কোকিল হয়ে সারা পৃথিবী জাগিয়ে তোলে
শরীর শিশু হয়ে আলিঙ্গন করতে চায়
ফেলে আসা শ্রেণিকক্ষগুলি