ছাগল ছানার মতো শুয়ে আছে মানুষ
বাবা মা আছে
কুঁড়েঘর আছে
পাড়া-প্রতিবেশী আছে
তবু নেই ওদের পর্যাপ্ত পরিমাণে দুমুঠো অন্ন আনা
ছাগল ছানার মতো শুয়ে আছে মানুষের ছানা।
গায়ে নেই জামা
শিক্ষিতরাও ওদের দেয়নি শিক্ষা
কত জনমের ফল ভোগ করছে ওরা
তবু বিধাতা করেনি ওদের ক্ষমা
পৃথিবীর কোন বাবা হতে চায়নি ওদের বাবা।
পৃথিবীর কোন মা হতে চায়নি ওদের মা
ছাগলেরই মতন ওদেরও জীবন এখন
ওরা বুঝতেও পারে নি মানুষ আর ছাগল এক হয়ে গেছে কখন
আমিও তাকিয়ে তাকিয়ে দেখি ওদের কষ্টের জীবন
সমাধান খুঁজি না কখনো, জানতেও চাইওনি এর কারণ।
আমার মত দর্শনধারীর কি প্রয়োজন আছে এই সমাজে ?
এখনো নয়ন সম্মুখে ছাগল বেশে মানুষ শুয়ে আছে
অমানুষ ঘোরে ফেরে সকল,মানুষ কজন ?
স্বার্থের ভেদাভেদ হয় কেবল
হেথা নেই কেউ আপন
সব দেখেছি;সব শুনেছি;
নেই প্রয়োজন আর কিছুই জানার
ছাগল ছানার মতো শুয়ে আছে মানুষের ছানা।