মুখশোর গোগফল নিয়ে মুখ
আকাশের ধানমাঠ
জ্যোৎস্নার নদীপথ
পাহাড়ের নীরব স্রোতে বহে যায়
আগুনের বর্ণপরিচয়
পৃথিবীর বড় অসময়
নিরব নিশ্চুপ অক্ষর শব্দ নিয়ে
আত্মার বৈধব্য জ্বালাপোড়া
এক এক একটি মুখ বোতলে বোতলে অন্ধকার পান করে
মেটাতে জলতৃষ্ণা
অভিনয় পথধরে হটতে হাটতে
মুখ কয়েক পৃষ্ঠার পাঠক্রম
কিংম্বা
কয়েকটি পরিচ্ছদ মাত্র