আমি ভেবেছিলাম তোমাকে অনুসরণ করবো, হাত ধরে চলবো,
তুমি বললে তুমিই আমাকে অনুসরণ করবে, আমার উন্নয়নের সাক্ষী হবে।
একের পর এক ভুলের পুঁতি সাজিয়ে মালা গড়লে পরাবে বলে,
এখন আর সেই গলাটাই যে নেই।
ব্যর্থ পুঁতিগন্ধময় সমাজে নকল গলা অনেক পাবে,
পছন্দ মতো পরিয়ে দিও তোমার ওই ভুলের ছদ্মমালা।
অভিকর্ষ হারানো উল্কাদের মতো অগাধ দ্রুতিতে পিছলে পড়ছি
মাঝপথে তোমাকে একঝলক দেখেছি, হাত বাড়িয়েছিলাম আমি,
তুমি ধরলেনা তো আমার হাত,
একবার বন্ধু বা ভাই বলে ডাকলে নাতো তুমি।।