ছাল ছাড়াচ্ছিলাম নিষ্ঠাভরে
একটার পর একটা, একটার পর একটা,
প্রতিটা খোলসের রঙ আলাদা আলাদা।
প্রথম খোলসের আড়ালে থাকা ঈর্ষা আমাকে দেখে মুখ বাঁকিয়ে ছিল।
রক্তের মতো ঝরে পড়ছিল হিংসার কালো রক্ত,
একটুও সন্ত্রস্ত না হয়ে দ্বিতীয় খোলস ছাড়াতে গিয়ে এ কি দেখি!
স্থরে স্থরে সাজানো চাপ চাপ পাপ উন্মুক্ত হয়ে বৃষ্টির মতো ঝরে পড়ছিল,
পূণ্যের ছাতার নীচে নিজেকে আড়াল করেছিলাম।
সাহস আরো কিছুটা বাড়লো,
ছাড়িয়ে নিতে গেলাম তৃতীয় খোলস
দেখলাম প্রতিটি মৃত কোষের গহ্বরে কেবল অভিমান আর নিরাশা,
কসমিক বৃষ্টির মতো, যার শুরু আছে কিন্তু অন্ত নেই।
এগিয়ে চললাম বুকে সাহস নিয়ে,
একটার পর একটা, একটার পর একটা
শেষের খোলসের নীচে আমি তাকে দেখলাম,
আলো মাখা ঝলমলে দিনের মতো পরিস্কার তার হৃদয়,
প্রতিটি কোষে কোষে অপার আদিম সৌন্দর্যের হাতছানি,
এক প্রকৃত আধুনিক মানুষ।।