বর্তমানের শরীর দিয়ে
গড়িয়ে পড়ছে রক্ত ঘাম
বৃথাই তুমি তর্ক করো
কে ডান আর কেবা বাম।
অতীত সেতো কষ্ট দেবেই
যতই তুমি ভুলতে চাও
মনের জোরটা বাড়াও দেখি
নিজের নৌকা নিজে বাও।
ভবিষ্যৎ টা তোমার হাতে
নিজের মতো নাও গড়ে
নানান রূপে আসবে বাধা
নিজেই নিজে নাও লড়ে।।