লক্ষ কোটি তারার ভিড়ে মিশে থাকা
কোনো তারা হতে চাইনা।
ধ্রুবতারা হয়ে পথ দেখাব আমি।
শত লাঞ্ছনার বিষে হতে পারি নীল,
সবটুকু থাক অন্তরে।
পথভ্রষ্ট পথিক আজ সঠিক
পথের দিশা পাক
শুধুমাত্র আমাকে দেখে।
তার চলার স্বস্তিটুকুই না হয়
থেকে যাক হয়ে পাথেয়।
লক্ষ কোটি তারার ভিড়ে মিশে থাকা
কোনো তারা হতে চাইনা।
ধ্রুবতারা হয়ে পথ দেখাব আমি।
শত লাঞ্ছনার বিষে হতে পারি নীল,
সবটুকু থাক অন্তরে।
পথভ্রষ্ট পথিক আজ সঠিক
পথের দিশা পাক
শুধুমাত্র আমাকে দেখে।
তার চলার স্বস্তিটুকুই না হয়
থেকে যাক হয়ে পাথেয়।