আমি একটা কলম চাই,
প্রতিবাদী কলম একটা।
হরেকরকম কলম আছে কলমদানিতে,
একটা আবেগী কলম,একটা প্রেমী কলম,
একটা উদাসী কলম, আবার একটা বিরহী কলম।
বেশ রঙচঙে সবকটা কলম,
তবু কলমদানি কেমন যেন বিবর্ণ!
শুধোলাম তারে কারণ-
সে জানালো অভাব প্রতিবাদী কলমের।
বেরোলাম খুঁজতে একটা প্রতিবাদী কলম,
হন্যে হয়ে খুঁজছি…
নেই,কোথাও নেই,…
এছাড়া সবধরনের কলম আছে।
খানিক ক্লান্তি নেমেছে মনে…
তবে কি….?
সামনেই এক কলম বিক্রেতা,
তার ঝুলি হাতরে অবশেষে পেলাম এক প্রতিবাদী কলম,
সম্পূর্ণ একা, ভীষণ বলিষ্ঠ, রঙহীন অথচ সুগন্ধি জড়ানো।
আপ্লুত হয়ে করাগত করলাম তারে।
আজ আমার কলমদানি পূর্ণতা পেল।
এ যে সম্মানের পূর্ণতা।